নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।
মঙ্গলবার সকালে নগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে রাজশাহী ওয়াসার সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার মাস্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। তারা বলেন, স্বল্প বেতন এবং তা সময়মতো না পাওয়ায় তারা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।
বক্তারা আরও বলেন, সামান্য দিনমজুরীর টাকা দিয়ে আমরা চিকিৎসা করাতে পারছি না, সন্তানদের লেখাপড়াও করাতে পারছি না। হাইকোর্টের রায়ের আলোকে আমাদের চাকরি স্থায়ী করা এবং বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, ওয়াসার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভালো বেতন পেলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত।
রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন এবং সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















