BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী ওয়াসায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী ওয়াসায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন।

মঙ্গলবার সকালে নগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে রাজশাহী ওয়াসার সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার মাস্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। তারা বলেন, স্বল্প বেতন এবং তা সময়মতো না পাওয়ায় তারা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, সামান্য দিনমজুরীর টাকা দিয়ে আমরা চিকিৎসা করাতে পারছি না, সন্তানদের লেখাপড়াও করাতে পারছি না। হাইকোর্টের রায়ের আলোকে আমাদের চাকরি স্থায়ী করা এবং বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, ওয়াসার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভালো বেতন পেলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত।

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন এবং সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি