নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আদালত চত্বর থেকে আরিফ ওরফে পিয়াজু (৩২), নামের এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় ওই আসামী পলিয়ে যায়।
পলাতক আসামী মোঃ আরিফ, ওরফে পিয়াজু, সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার, তেরোখাদিয়া ডাবতলা এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত-২, এ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী পিয়াজুকে কারাগার থেকে হাজিরা দিতে নিয়ে আসে কোর্ট পুলিশ।
হাজিরা শেষে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মোঃ মাহমুদুল হাসান আসামিকে মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে আসার সময় আসামী পিয়াজু পুলিশ কনস্টেবলের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন জানায়, পলাতক আসামীকে গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাতে
গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.