রাজশাহী অঞ্চলে নৌকার জয়জয়কার ভবানীগঞ্জ, কাঁকনহাটে আ’লীগ প্রার্থী জয়ী, আড়ানিতে স্বতন্ত্র মুক্তার আলী

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে রাজশাহী অঞ্চলে মোট সাতটি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ছয়টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
এরমধ্যে বাগমারা উপজেলার ভবানীগঞ্জে আব্দুল মালেক মন্ডল, গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে একেএম আতাউর রহমান খান, বাঘা উপজেলার আড়ানিতে স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলী, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে রেজাউল কবির চৌধুরী, নাটোর জেলার নলডাঙ্গায় মনিরুজ্জামান মনির, গুরুদাসপুরে শাহনেওয়াজ মোল্লা ও গোপালপুরে সৈয়দ মোর্তজা লিলি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বাগমারা প্রতিনিধি জানান, উপজেলার ভবানিগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক ম-ল। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম প্রার্থী জগ প্রতীকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী এসএম মামুনুর রশিদ পেয়েছেন ২ হাজার ৬৯৯ ভোট। ধানের শীষ প্রার্থী আবদুর রাজ্জাক প্রামাণিক পেয়েছেন ১ হাজার ৯৬ ভোট। ভোট দিতে না পেরে ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন আবদুর রাজ্জাক প্রমাণিক।
গোদাগাড়ী প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ীমীলীগের একেএম আতাউর রহমান খান। তিনি কাকনহাট পৌরসভার ১১টি ভোট কেন্দ্রে গণনা শেষে ৪৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। আওয়ামীলীগের একেএম আতাউর রহমান খান নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৫হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম বিএনপির হাফিজুর রহমান হাফিজ ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৫হাজার ১২২ ভোট। এদিকে ১ নম্বর ওয়ার্ডে মাহবুব হোসেন,২ নম্বর ওয়ার্ডে কল্লোল হোসেন,৩নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম,৪ নম্বর ওয়ার্ডে আজহার আলী,৫নম্বর ওয়ার্ডে আরশেদ আলী,৬নম্বর আল মামুন,৭নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর, ৮নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম, ৯নম্বর মিজিানুর রহমান। এছাড়াও ১নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মেরিনা খাতুন,২নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আম্বিয়া বেগম, ৩নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শাহনাজ বেগম।
বাঘা প্রতিনিধি জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শাহীদকে ১ হাজার ৬০৪ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) প্রার্থী মুক্তার আলী। মুক্তার আলী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। পৌরসভার ৯টি কেন্দ্রের ফলাফলে মুক্তার আলী নারিকেল গাছ মার্কায় মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৯০৪। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ৩০০। ১ হাজার ৩১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী তোজাম্মেল হক । বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার শাহিন রেজা আনুষ্ঠানিক ভাবে উপজেলা হলরুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান এ তথ্য বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন। নজিপুর পৌরসভায় ইভিএমে গতকাল শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র পদে দুইজন প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৫জন ও ১২জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দি¦তা করেছেন। নজিপুর পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৯৯৭জন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মনিরুজ্জামান মনির বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। ৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক মনিরুজ্জামান মনির পেয়েছেন ৩হাজার ৬৩০টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের আব্বাস আলী নান্নু পেয়েছেন ১হাজার ৯১০ ভোট এবং স্বতন্ত্র সাহেব আলী জগ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৫৯টি ভোট ।
অপরদিকে গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী রুখসানা মোর্তজা লিলি ৬৫৭৮ ভোট পেয়ে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫১৩৫ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ-আল-মামুন কচি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট এবং গুরুদাসপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৭৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ৪৪৬৫ ভোট।
বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট আজমুল হক বুলবুল ধানের শীষ প্রতীকে ৭৩৭ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ২১৯৪ ভোট।
নাটোরে তিনটি পৌরসভায় ১৩ জন মেয়র এবং সংরক্ষিত নারী কাউন্সিলর এবং কাউন্সিলর পদে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
এ তিনটি পৌরসভা নির্বাচনে অন্তত ৯ শতাধিক আইন-শৃংঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল। এর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৪প্লান্টুন অর্থাৎ ৮০জন, মোট ৫২২জন পুলিশ সদস্য, এছাড়া আনসার সদস্য ২৬৩জন, ২৭জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্র¯‘তি গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া র‌্যাব এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.