রাজশাহীসহ সারা দেশে করোনার ‘অশুভ ইঙ্গিত’ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নতুন করে করোনা সংক্রমণ এক দিনেই লাফিয়ে তিনগুণের বেশি হয়েছে। গত রোববার এখানে নমুনা পরীক্ষার বিপরীতে ৩৩ দশমিক ১৯ শতাংশ নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। আগের দিন শনিবার এই হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।
এর মধ্যেই রাজশাহীতে জনপ্রতিনিধি, প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। গতকালও সংক্রমণের হার ১৪ ঘরে থাকলেও বুধবার ২০ শতাংশ ছাড়িয়ে যায়।
জাতীয়ভাবেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। ২৪ ঘণ্টায় দেশে ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল পাঁচ হাজার ২২২ জনের দেহে। এই হার ১৭ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ রাজশাহীর মত সারাদেশেই করোনা সংক্রমণ বাড়ছে লাফ দিয়ে।
সংক্রমণের ধারা নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ওমিক্রনসহ করোনাভাইরাসের আক্রমণ যে হারে বাড়ছে তাতে আগামী এক-দেড় মাসের মধ্যে দেশের হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা থাকবে না বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারাকে ‘অশুভ ইঙ্গিত’ বলে উল্লেখ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, দেশে ওমিক্রনের সংক্রমণ আগের তুলনায় বাড়লেও এখনও ডেল্টায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। এতে আক্রান্ত ৮০ শতাংশ রোগী । তবে ঢাকায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেশি। এর আগেও করোনা রোগীর সংখ্যায় রাজধানী ঢাকা এগিয়েই ছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়েছিল সারা দেশে। অন্যদিকে সীমান্ত পথেও দেশের বাইরে থেকে সংক্রমণ ছড়ানোর ঘটনা সবার জানা।
এ অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেয়াই স্বাভাবিক। সেই সাথে একটি তথ্য বিবেচনার দাবি রাখে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনায় গত এক মাসে যারা মারা গেছেন, তাদের ৮০ ভাগই টিকা নেননি। অর্থাৎ করোনার টিকা দেয়ার গতি বাড়ানো খুবই জরুরি বিষয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষণা, নির্দেশনা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সবখানেই অনীহা খালি চোখেই দেখা যায়। নির্দেশনা বাস্তবায়নের তোড়জোড়ও নেই বললেই চলে। এমন ঢিলেঢালা অবস্থা আগেও দেখা গিয়েছে এবং তার মূল্যও গুণতে হয়েছে। আবারও তেমন অবস্থা কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সময় থাকতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ‘অশুভ ইঙ্গিত’ মোকাবিলায় ভিন্ন কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বেশীর ভাগ জনগণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.