রাজশাহীর ৬ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার দুপুর ২:৩০ থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিঠি দিয়ে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়ার কার্যক্রম শুরু হয়।  মনোনয়ন ফরমে সই করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এর আগে অসুস্থতাজনিত কারণে অনানুষ্ঠানিকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে বরিশাল-৫ আসনের মনোনয়নের চিঠি দেওয়া হয়।

প্রথমে বরিশাল বিভাগের চিঠি বিতরণের পর সন্ধ্যায় রংপুর বিভাগ এবং রাতে দেওয়া হবে রাজশাহী বিভাগের চিঠি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বিটিসি নিউজকে বলেন, ঘোষিত বিভাগগুলোর মনোনয়ন বিতরণ শেষ করে যদি সময় থাকে তাহলে রাতে অথবা আগামীকাল মঙ্গলবার সকালে বাকি বিভাগের চিঠি দেওয়া হবে।

# রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)—- ব্যারিষ্টার মো. আমিনুল হক;

# রাজশাহী-২ (সদর)—- মো. মিজানুর রহমান মিনু ;

# রাজশাহী-৩ (পবা-মোহনপুর)—- এ্যাডঃ শফিকুল হক মিলন;

# রাজশাহী ৪ (বাঘমারা)—- মো. আবু হেনা;

# রাজশাহী ৫ (পুঠিয়া-দূর্গাপুর)—-মো. নাদিম মোস্তফা;

# রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)—- আবু সাঈদ চাঁদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.