রাজশাহীর রেলগেটে অবস্থিত শহীদ কামরুজ্জামান চত্বরে বাসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর প্রাণকেন্দ্র রেলগেটে অবস্থিত শহীদ কামরুজ্জামান চত্বরে সিমান্ত পরিবহন নামে (চট্টগ্রাম মেট্রো ব. ০২. ০০১১)বাস এসে সরাসরি ধাক্কাদেয় এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।রাস্তায় সেসময় গেন্জাম  না থাকায় ছোটো পরিবহনের যাত্রী ও পথচারীরা রক্ষা পেয়েছেন। আজ বুধবার সকাল ১০টার  দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী নওদাপাড়া বাসটার্মিনাল থেকে নওগাঁ যাবার উদ্দেশ্যে যাত্রী তুলার জন্য রেলগেটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় সিমান্ত পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি রাজশাহী রেলগেটে অবস্থিত শহীদ কমরুজ্জামান চত্বরে ধাক্কা দিলে বাসটির সামনের দিকটা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে ড্রাইভার ছাড়া কোন যাত্রী ছিলনা কিন্তুু ড্রাইভারের কোন খতি হয়নি ।তবে বিভিন্নদিক  থেকে ছেড়ে আসা যানবাহন এই ঘটনার কারনে বিপাকে পড়ে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটায় ২০, ৩০ মিনিট পর পুনরায় যান চলাচল শুরু হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।
ছবিঃ বিটিসি নিউজ এর ফটো সাংবাদিক শামীম আক্তার ডাবলু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.