নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর মোহনপুরে আব্দুল মালেক (৪২), নামের এক ব্যক্তির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫ হাজার টাকা-সহ ৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, গত (২৫ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১টায় আব্দুল মালেক (৪২) মোহনপুর থানাধীন বড়াইল গ্রামের মৃত সুলতান ডাক্তারের তেতুলতলা পুকুর হতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। এরপর নিহতের স্ত্রী মোসাঃ কাজলের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ তাকে সনাক্ত করে।
পরে নিহত আব্দুল মালেক স্ত্রী মোসাঃ কাজল বাদী হয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৫।
মামলার পর আসামিদের গ্রেফতারের কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রæয়ারী দিবাগত রাতে মোহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজশাহীর বিভিন্ন স্থান এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ হাবিবুর রহমান অরফে আরিফ (২৬), সে থানা-মোহনপুর থানার তিলাহারী পূর্বপাড়া গ্রামের মোঃ লায়েক আলীর ছেলে, একই থানার মোঃ শয়ন ইসলাম (২৮), সে পশ্চিমপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে, শ্রী দেবর্শিষ সাহা (২২), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকার শ্রী দিপক সাহার ছেলে ও মোঃ আনোয়ার হোসেন (৩০), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার ও থানার আলীনগর বুধপাড়া গ্রামের সাম মোহাম্মদ অরফে সামের ছেলে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, খুন করে তারা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ ব্যপারে তারা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.