রাজশাহীর বায়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশাসনিক ব্যর্থতায় প্রত্যাহার

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বায়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তসাপেক্ষে ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। বুধবার সন্ধ্যায় আরএমপি’র মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখায়ের আলম জানান, আরএমপি কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এসআই মিজানুর রহমানকে প্রত্যাহার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে মিজানুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.