নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমবাগানে পড়েছিল তার মরদেহ। আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ পাওয়া যায়।
নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আনিসুরের দুই মেয়ে ও এক ছেলে।
নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন বিটিসি নিউজকে জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যায় আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। শনিবার সকালে লোক মারফত জানতে পারি বজলু মাষ্টারের আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে।
নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান বিটিসি নিউজকে জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করে। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা হয়। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কারণ যে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে টাকা পাওয়া যায়নি।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কে বা কারা এবং কি কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.