রাজশাহীর বাগমারায় ৬০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার-২

রাজশাহী জেলা পুলিশ: রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রাম হতে ভোর ০৫:১৫ টায় দুইজন মাদককারবারিকে ৬০০ গ্রাম গাঁজা ও দুইটি মোটরসাইকেল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মান্নান খামারু (৩২) ও ২। মো: আবু তালেব প্রামানিক (৩৬)। মো: মান্নান খামারু রাজশাহী জেলার বাগমারা থানার মচমইল পূর্বপাড়া গ্রামের মো: মকবুল খামারু-এর পুত্র এবং মো: আবু তালেব প্রামানিক একই জেলার একই থানার ধামিনকৌড় গ্রামের মৃত তফিজউদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র পুলিশের এসআই (নিরস্ত্র) জয়দেব কুমার সরকার ও ফোর্স-সহ ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় বাগমারা থানাধীন মচমইল চেয়ারম্যান মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল পূর্বপাড়া গ্রামস্থ অভিযুক্ত মো: মান্নান খামারু-এর বসতবাড়ির গেইটের সামনে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে আইসি, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জয়দেব কুমার সরকার ও ফোর্স-সহ ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৫৫ টায় অভিযান পরিচালনা করে।
এতে বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই তারিখ ভোর ০৫:১৫ টায় রাজশাহী জেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ অভিযুক্ত মো: মান্নান খামারু-এর দেহ তল্লাশিকালে তার বাম হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং অভিযুক্ত মো: আবু তালেব প্রামানিক-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.