রাজশাহীর পুলিশ সুপার কর্তৃক পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রাজশাহী জেলা পুলিশ: প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ ১৫ জুন ২০২০ ইং তারিখ বেলা ১২.৩০ টার দিকে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার

মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, ফেইস শ্লিড, সার্জিকাল মাস্ক, পিপিই, গগলস, হ্যান্ডগ্লোভস, মাল্টিভিটামিন ট্যাবলেট, জিংক ট্যাবলেট, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।

পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সচেতন থেকে দেশ ও জাতির প্রতি পুলিশের যে দায়িত্ব তা পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.