ঢাকা প্রতিনিধি: রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে লাল কার্ড দেখিয়ে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে এই দাবি জানান ঢাকা আইনজীবী সমিতির যুব আইনজীবীরা।
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হ*ত্যা*কা*ণ্ডে গ্রেফতার আসামির ভিডিও প্রচারকে ‘মিডিয়া ট্রায়াল’ আখ্যা দিয়ে মানববন্ধন থেকে আরআমপি কমিশনারকে এই লাল কার্ড দেখানো হয়।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, আসামির ভিডিও প্রচারের মাধ্যমে একজন নারী ভিকটিমের ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, যা বিচারপ্রক্রিয়া ও ন্যায়বিচারের জন্য হুমকি। এসময় তারা পুলিশ কমিশনারের অপসারণ, ঘটনার স্বাধীন তদন্ত এবং বিচারকদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

















