রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সারা দেশে চলছে লক ডাউন।করোনা ভাইরাস এর কারণে সব কিছু ওলট পালট হয়ে গেছে। আর এই সুযোগে রাজশাহীর প্রায় প্রতিটি উপজেলায় বা ইউপি তে একশ্রেণীর লোকের ফসলী জমিতে পুকুর খননের হিড়িক পড়ে গেছে।
আজ সোমবার (৪ মে,২০) রাজশাহীর পুঠিয়ায় পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের প্রায় ২ শতাধিক কৃষক সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেয়।
পরে খবর পেয়ে সহকারী কমিশনার ভুমি মোছা. রুমানা আফরোজ ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করার আশ্বাস দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ভালুকগাছি ইউনিয়নের গোটিয়া গ্রামের ৭২ বিঘা তিন ফসলি জমি লিজ নিয়ে পুকুর খনন করছেন। এতে ওই এলাকার ১ হাজার ২০০ কৃষকের প্রায় ৯০০ বিঘা জমি জলাবদ্ধতার আশংকা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.