রাজশাহীর পাউবো অফিসে কর্মচারীকে ১০ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একজন কর্মচারীকে প্রায় ১০ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
অফিসের কর্মচারীরা জানান, নির্বাহী প্রকৌশলী পাউবোর রেস্ট হাউসে আছেন। কখন অফিসে ঢুকবেন তারা কিছুই জানেন না।
উল্লেখ্য, ভবনে কর্মচারী কামরুলকে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ভবনের দুই ও তিনতলায় পাউবোর রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ও প্রধান প্রকৌশলীর দপ্তর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে পাউবোর সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.