রাজশাহীর পবায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দর্গাপাড়া মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষকের নাম আবদুল হালিম (৩২)। তিনি কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, নিহত শিক্ষক আবদুল হালিম মোটরসাইকেলযোগে স্কুল আসছিলেন। পথে হরিপুর দর্গাপাড়া মোড়ের পাশে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্ বিটিসি নিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.