রাজশাহীর দূর্গাপুরে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারী গ্রেফতার-২


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুরে বিপুল পরিমান চোলাইমদ-সহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া সাওতালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪১০ লিটার উদ্ধার চোলাইমদ (চুয়ানী) উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো: সঞ্জিত রায় (৪০), সে দূর্গাপুর থানাধীন নারিকেলবাড়িয়া সাওতালপাড়া এলাকার তিনকুড়ি রায়ের ছেলে ও একই গ্রামের মৃত কালিপদ রায়ের ছেলে সুজন রায়।
রবিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্ততে এ তথ্য নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নিজ বসতবাড়ীতে অবৈধভাবে গোপনে চোলাইমদ প্রস্তুত করে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.