রাজশাহীর দুইটিসহ ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিবেদক: দেশে চলছে পৌর নির্বাচন। বেশ কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ধাপে রাজশাহীর দুইটিসহ ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারী ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারী। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারী এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারী।
ইসি সচিব বলেন, এ ধাপের সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ১৬ জানুয়ারী ভোটগ্রহণ সম্পন্ন হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারী ও চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.