রাজশাহীর তানোর পৌরসভায়-কর্মচারীদের তালা”!!!

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভায় বকেয়া বেতনের দাবিতে কর্মচারীরা প্রধান গেটে তালা দিয়ে অবস্থান ও ধর্মঘট পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
তানোর পৌরসভা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ৬ মাস থেকে বেতনভাতা না পেয়ে আমরা পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে রয়েছি। বিষয়টি সম্পর্কে মেয়রকে তাগাদা দেয়া হলেও তিনি তা আমলে নেন না। সামনে ঈদ। যদি আমাদের বেতনভাতা পরিশোধ না করা হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, অহেদুজ্জামান বাবু, আনারুল ইসলাম, কাজিম উদ্দীন, ওমর আলী, বিমল চন্দ্র প্রামানিক, নূরজাহান, মামুনুর অর রশীদ প্রমুখ।
এ ব্যাপারে বক্তব্যের জন্য তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয় নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.