রাজশাহীর তানোরে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত!

বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে তানোর উপজেলা শাখা এর উদ্যোগে দিনব্যাপি হোমিওপ্যাথিক বিজ্ঞান শীর্ষক আলোচনা সভা ২০২১ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানটি রাজশাহীর তানোর উপজেলায় অডিটোরিয়ামে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার তানোর শাখার সভাপতি কোলকাতা হতে স্বর্ণপদক প্রাপ্ত ডাঃ মোঃ হান্নান এর সার্বিক ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে আগত হোমিও ডাক্তারদের অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর হায়দার রশীদ ময়নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, বহনপুর হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহসহ প্রমুখ।
হোমিওপ্যাথিক বিজ্ঞান শীর্ষক আলোচনা সভায় আলোচক হিসাবে হোমিওপ্যাথিক ঔষধের প্রয়োগ ও রোগ নির্ণয় এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, পাবনা হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজির হোসেন, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার পরিচালক ডাঃ মোঃ কামরুল ইসলাম মনা, বহনপুর হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ রাতুল মাহমুদ এবং বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সাহিদা সুলতানা মিনা।
ডাঃ মোঃ ফয়েজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ রইসুল ইসলাম খান,ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ মোঃ রুমি আকরাম, ডাঃ মোঃ মোতাহার হোসেন, ডাঃ মোঃ আজিজুল ইসলাম, ডাঃ মোঃ মাসুদ রানাসহ প্রমুখ।
পরে হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনারে অংশগ্রহণ করায় সকল হোমিও ডাক্তারদের মাঝে সার্টিফিকেট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.