রাজশাহী’র তানোরে মুন্ডুমালা পৌরসভায় আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মুণ্ডুমালা পৌর সভার ৪-৫ ও ৬-নং ওয়ার্ড আ’লীগ ও সকল সহযোগী সংগঠণের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে  মুণ্ডুমালা (হাই-স্কুল) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। মুণ্ডুমালা পৌরসভার ৪-নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রিয়াজ রিয়াজ উদ্দিন মোল্লার  সভাপতিত্বে  ও তানোর পৌর আ’লীগের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, তানোর উপজেলা মহিলা ভাইষ চেয়ারম্যান সোনিয়া সরদার।
সভায় বক্তব্য রাখেন, মুণ্ডুমালা পৌর সভায় আগামী নির্বাচনে আ’লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী ৫ বারের নির্বাচিত কমিশনার আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক আমিন হোসেন আমিন, রাজশাহী জেলা আ’লীগ সহ-সভাপতি শরিফ খান, তানোর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল শাহা। মুণ্ডুমালা পৌরসভার সভাপতি অ্যাডভোকেট মুস্তফা, তানোর আ’লীগ নেতা  এডভোকেট সাদেমানিক জিল্লুর রহমান, তানোর উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন। তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো প্রমুখ।
এসময় বর্ধিত সভার অনুষ্ঠানে আ’লীগ যুবলীগ, মহিলালীগ ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অংগসংগঠণের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.