রাজশাহীর তানোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) ২০২০ ইং সকাল ১০টার দিকে থানা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়। বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকি।
তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বীকৃতি প্রামানিক সহকারী কমিশনার (ভূমি), তানোর উপজেলা ও তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টিবিএম কলেজর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) শ্রী অসিম কুমার সরকার, তানোর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুকুল কুমার ঘোষ, সেক্রেটারীর দেবানন্দ বর্মন, উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুনিল চন্দ্র, সেক্রেটারীর শ্রী শ্যামল কুমার দত্ত।
অনুষ্ঠানটির যৌথ পরিচালনায় ছিলেন, তানোর উপজেলা ০১-নং বিট অফিসার এস,আই (নিঃ) মুহাঃ আসাদুজ্জামান ও এসআই (নিঃ) মামুন-উল-আবেদ তানোর থানা, রাজশাহী।
এসময় সমাবেশে তানোর থানার সকল পূজা মন্দিরের সভাপতি/সেক্রেটারীসহ এলাকার সাধারণ জনগণ, ছাত্র-ছাত্রী বৃন্দরাও উক্ত সমাবেশ উপস্থিত হন। সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.