রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটনসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন অরফে ভাংড়ি লিটন (৩৮) ও জিয়ারুল (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বড় বনগ্রাম ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম গাজা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- শাহমখদুম থানার বড় বনগ্রাম নতুন চকপাড়া এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে লিটন ও একই থানার পাচানীপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে জিয়ারুল।
এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
তিনি জানান, ফুলতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন। তার বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। ভাংড়ি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় লিটন ও জিয়ারুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ মঙ্গবার (২২ নভেম্বর) দুপুরে আদলতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.