রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী আলম ও ইউসুফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ জুলাই) সকাল পৌনে ৭টায় চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ আলম (৩১), সে চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও মোঃ ইউসুফ (৩৯), সে একই থানার একই গ্রামের হাসেম আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিম সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে বিপুল পরিমান ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে দুইজন মাদক কারবারী অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি’র এসআই মোঃ দাউদ-উজ-জামান আকাশ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি মোঃ শাহিনুর রহমান শাহিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিস সকাল সাড়ে ১১টায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.