রাজশাহীর গোদাগাড়ীতে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদকরাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ২০ লাখ টাকার হেরোইনসহ আসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক আসলামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন গ্রামের মতি শেখ এর ছেলে।

আজ শনিবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বিকাল ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর কশাইপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৩৯০ গ্রাম হেরোইনসহ আসলাম শেখকে আটক করা হয়। আসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.