রাজশাহীর গোদাগাড়ীতে ২০ মাদকসেবীর কারাদন্ড

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ২০ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০জন মাদকসেবীকে আটক করে ভ্রম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আটককৃত মাদকসেবীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও ইউএনও শিমুল আকতার। কারাদন্ড মাদকসেবীদের কারাগারে পাঠানো হয়েছে।

গত এক সপ্তাহে র‌্যাবের অভিযানে ১৪০ মাদকসেবীকে আটক করে করাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব -৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন বলেন হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সেবনের সময় এসব মাদকসেবীদের আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার কালদিঘী কৃঞবাটি গ্রামে ২০০ গ্রাম হেরোইনসহ রোকিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মনিরুল ইসলাম মুকুল স্ত্রী রোকিয়া বেগমকে বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.