রাজশাহীর গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ী উপজেলায় আড়াই কোটি টাকা মুল্যের হেরোইন ও দেশীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের বসত বাড়ির ড্রেসিং টেবিল থেকে ২কেজি ৬০০ গ্রাম হেরোইন ও টেবিলের পেছন থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলো: মাদারপুর গ্রামের মোছাঃ আরজান বেগম (৬৪) ও তার ছেলে মোঃ মাহাবুর (৩৯)।
শনিবার রাতে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত হেরোইনের বাজার মুল্য ২ কোটি ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.