রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটিআই’র অভিযানে ৫০,০০০/- জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার ব্যবহার করায় মহিষালবাড়ী এলাকায় অবস্থিত উজ্জল ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গোদাগাড়ী, রাজশাহী জনাব মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক, প্রকৌশলী জুনায়েদ আহমেদ,পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.