রাজশাহীর কর্নহার থানায় উদ্ধার কৃত তরুনীর দুইদিনেও পরিচয় পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার দারুসা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় ভর্তি হওয়া এক যুবতীর দু’দিনেও পরিচয় মেলেনি। তাকে দারুসা বাজারের কাছে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে নিজের নাম জানায় রানি। পিতার নাম বলে মিলন। বাড়ি নওহাটা ও নেপালপাড়া বলে জানায়। এরপর আবার সে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কোন কথা বলতে পারেনি সে।
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল হানান বলেন, তাকে স্থানীয়রা ভর্তি করে রেখে যায়। পরিচয় পাওয়া যায়নি। কথাও বলতে পারছে না। কি কারণে অজ্ঞান হয়েছিল এমন প্রশ্ন করলে ডাক্তার বলেন, সেটি আমি জানি না। তার শারীরিক কি অবস্থা তাও ডাক্তার জানাতে পারেনি।
এ বিষয়ে কর্ণহার থানার ওসি সেলিম বাদশা বলেন, মেয়েটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সে নিজের যে পরিচয় দিয়েছিল তা মিলছেনা। এ নামে এলাকায় কেউ নেয়। বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। সে সুস্থ্য হলে অজ্ঞান হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.