রাজশাহীর আদালত পাড়ায় ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এর প্রকাশ্য ধূমপায়ীদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: অতি সম্প্রতি জেলা প্রশাসক রাজশাহী স্কুল,কলেজের আশেপাশে তামাক জাতীয় পণ্য বিক্রয় নিষিদ্ধ করেন।তার কয়েকদিন পর আদালতপাড়ায় প্রকাশ্য ধূমপান নিষিদ্ধ করেন।

এই আদেশ বাস্তবায়নে মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৫/০১/২০২০) বেলা অনুমান ১০.৪৫ ঘটিকায় প্রকাশ্যে ধূমপায়ীদের বিরুদ্ধে মাঠে নামেন এবং বেশ কয়েকজন ধূমপায়ী কে জরিমানা করেন।

এই বিষয়ে সাধারণ মানুষ সাধুবাদ জানান। এডভোকেট মোহাম্মদ আলীম উদ্দিন চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক কে অনেক ধন্যবাদ যে তিনি ধূমপায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।

পাশা পাশি এড: সাহেব বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, রাজশাহী আদালতপাড়ায় সিগারেট বিক্রয় ও বিপণন বন্ধ করলে আরো ভাল হবে বলে জানান। এবং এই অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.