রাজশাহীতে ৪০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তি আটক

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আজ সোমবার (৩১ মে) ২০২১ দুপুর ১.৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদারিয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে কশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ জাহিদ (২৩) কৌশলে পালানোর চেষ্টা করে। টিমের নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও তার ফোর্সের সহযোগিতায় মোঃ জাহিদকে ধরতে সক্ষম হয়।
এসআই তাজউদ্দিন জাহিদকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে না এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরবর্তীতে জাহিদের দেহ তল্লাশী করে ৪০ গ্রাম হেরোইন, ১২,৩০০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে। তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.