রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

প্রেস বিজ্ঞপ্তি: আজ শুক্রবার (০১ মার্চ) বিকালে নগর ভবনের গ্রীন প্লাজায় বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ শুরু হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনবেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

মেলা উপলক্ষ্যে বিকালেনগর ভবনের গ্রীন প্লাজায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত হিসাবে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ কমিশনার হেদায়েতুল ইসলাম, রাসিকের সচিব মোবারক হোসেন, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।
আরও উপস্থিত ছিলেন রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তাগণ।
উল্লেখ্য, বিসিক উদ্যোক্তা মেলায় ৬০টি স্টল রয়েছে। এ মেলা সকাল নয়টা হতে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এবংপ্রতিদিন রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।রবিবার (১০ মার্চ) মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
পরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজশাহী জেলা কার্যালয় হতে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়। বিকালে নগর ভবনে মেয়র দপ্তরে ঋণের চেক তুলে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
ইরানি বুটিকস স্বত্বাধিকারী শারমিন আক্তার ৩ লক্ষ টাকা, আঁখি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর মোছাঃ সাইলা পারভীনকে ৫ লাখ, ভাই ভাই বোর্ড হাউস এন্ড সু ম্যাটেরিয়াল স্টোরের সৈয়দা সুলতানা বেগমকে ৫ লাখ, নিউ স্কয়ার ফুটওয়্যার তন্ময় আহমেদকে ৫ লাখ, কনিকা সুজের সোহেল রানাকে ৫ লাখ, লেডার গুডসের রুমা খাতুনকে ২ লাখ, মামা ভাগ্নে মৎস্য খামারের নজিবুর রহমান ৫ লাখ, আঁখি এগ্রো এন্ড ফিসারিজের মোঃ মাহবুবুর রহমানকে ৫ লাখ, সোলানী পোল্ট্রি ফিড এন্ড ফিজ ফার্মের শাহাজাহান আলীকে ৩ লাখ টাকাসহ মোট ৯জন উদ্যোক্তাকে সর্বমোট ৩৮ লাখ টাকা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.