রাজশাহীতে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । সারা দেশের ন্যায় রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ মুখর পরিবেশে গতকাল সোমবার (৩১ মার্চ) পহেলা শাওয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে।
প্রতিবারের মতো এবারও রাজশাহী মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটায় অনুষ্ঠিত এ জামাতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহানগরীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম  অংশগ্রহণ করেন।
নামাজ শেষে জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা কওে বিশেষ মোনাজাত করা হয়। এরপর ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাসিক প্রশাসক ও বিভাগীয়কমিশনার।
এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সমূহ বিশেষ ভাবে সজ্জিত করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এদিন হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠান সমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.