রাজশাহীতে স্থানীয় বক্সিং প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আর্থিক সহযোগিতায় এবং জেলা বক্সিং সমিতির (জুনিয়র) উদ্দ্যোগে বৃহস্প্রতিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে তিনদিনব্যাপী স্থানীয় বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১৭টি টিমের ১৬০ জন্য প্রতিযোগি অংশ গ্রহন করছে।
জেলা বক্সিং সমিতির আহবায়ক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ তৌহিদুল হক সুমনের সভ্পাতিত্বে স্থানীয় বিিক্সং প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাসেল জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও রুপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার। এ সময় জেলা মুষ্টিযুুদ্ধ সমিতির (সিনিয়র) সদস্য সচিব মোঃ আব্দুল হাই মামুন ও উশু সিিমতির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্টানটি সঞ্চলনা করেন জেলা বক্সিং সমিতির (জুনিয়র) সদস্য সচিব শফিউল আজম মাসুদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.