নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সবুজ শ্যামল পরিষদ (বিএসএসপি)।
রোববার (৯ নভেম্বর) বিকেলে নগরীর বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় এ উপহার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএসপির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুস সামাদ রুবেল। সংগঠনটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত ইমুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএসএসপির রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বাইজিদ হোসাইন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএসএসপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম। সরকারি শহীদ বুদ্ধিজীবী কলেজের অধ্যাপক আতিকুর রহমান তুহিন,
এ সময় স্থানীয় ২০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংগঠনটির সেবামূলক এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আর এসব উপহার পেয়ে বিএসএসপির প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান / রাজশাহী। #

















