রাজশাহীতে সীমান্তে হত্যার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিএসএফ কর্তৃক বাংলাদেশী নিহত নিত্ত নৈমিত্তিক ঘটনা।সীমান্তে কোন বাংলাদেশী ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে তাদের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু তারা সেটা না করে গুলি করে হত্যা করেন,যা মানবাধিকার পরিপন্থী।

সীমান্তে বিএসএফ কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারী) বাদ জুম্মা নগরীর সাহেববাজার জিরােপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাে. ইলিয়াস হােসেন ।

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি মাে. জহুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: শোয়াইব ইসলামের সঞ্চালনায় আরাে বক্তব্য দেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী নগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মাে. তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি মাে. মুরশিদ আলম, ইশা ছাত্র এ মােহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.