রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রাথমিক চিকিৎসা নিয়ে

 

নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে  গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মশালা আজ বুধবার শেষ হয়। রাজশাহীর ২৫ জন সাংবাদিককে নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি এ আয়োজন করে।

কর্মশালা শেষে আজ বুধবার বিকালে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক রেডক্রস কমিটির পুলিশবিষয়ক প্রশিক্ষক সুবিনয় দত্ত, যোগাযোগ কর্মকর্তা রায়হানা সুলতানা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক (প্রশিক্ষক) ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকরা আহত বা অসুস্থ হয়ে পড়তে পারেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা অন্য কোনো আহত বা অসুস্থ ব্যক্তিরও কাছাকাছি যেতে পারেন। তখন সহকর্মী, পরিবারের সদস্য কিংবা অন্য যে কারও জীবন বাঁচাতে কী ধরনের প্রাথমিক চিকিৎসা দেয়া যায় সে বিষয়ে সাংবাদিকদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়।

সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সভাপতি রেজাউল করিম রাজু। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে আন্তজার্তিক রেডক্রস কমিটির কমিউনিকেশন অ্যান্ড প্রিভেনশন ম্যানেজার আনা শাপ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সাধারণ সম্পাদক চৌধুরী সারওয়ার জাহান সজল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.