রাজশাহীতে শ্রমিক নির্যাতন মামলার আসামি গ্রেফতার না হলে যানবাহন বন্ধের হুমকি
নিজেস্ব প্রতিবেদক : শ্রমিক নির্যাতনের একটি মামলার আসামিদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে ১১ এপ্রিল রাজশাহীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। শনিবার বিকেলে রাজশাহীতে সংবাদ সম্মেলন করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়য়নের নেতারা একযোগে এই ঘোষণা দিয়েছেন। নগরীর বোয়ালিয়া থানা মোড়ে জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি। তিনি জানান, ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নগরীর তালাইমারী চেক পয়েন্টে গত বুধবার রাতে কল্যাণ চাঁদা তুলছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আজিবার রহমান। এসময় নগরীর মিজানের মোড় এলাকার আক্কাস আলী নামের এক ব্যক্তির একটি ট্রাক সে পথ দিয়ে যাচ্ছিল। আজিবার রহমান ওই ট্রাকটির রশিদ দেখতে চান। তখন মজিবুর রহমান বকুল নামের ওই চালক ফোন করে ট্রাকের মালিক আক্কাস আলী ও তার সহযোগী মাসুম আলীসহ কয়েকজনকে ডেকে আনেন। এরপর তারা আজিবার রহমানকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ছিনিয়ে নেন তার কাছে থাকা কল্যাণ চাঁদার ৫০ হাজার ৫২০ টাকা। এরপর তারা চলে গেলে স্থানীয়রা আজিবারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই ভর্তি আছেন।
এ ঘটনায় পরদিন নগরীর মতিহার থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, আক্কাস আলী তার ট্রাকগুলোতে মাদক পাচার করেন। তাই তাকে শ্রমিক ইউনিয়নে নেওয়া হয়নি। এ জন্য তিনি ইউনিয়নের নিয়মনীতিও মানেন না। নিজের ইচ্ছেমতো পরিবহন পরিচালনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন রবি আগামী ৭২ ঘণ্টার মধ্যে আক্কাস আলীসহ মামলার সব আমামিকে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে আগামী ১১ এপ্রিল রাজশাহী থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। সেদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে রাজশাহী।
সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মোমিন, আবদুর রাজ্জাক খান টুটুল, সড়ক সম্পাদক আবদুর রহমান ভুট্টু, অর্থ সম্পাদক আনন্দ কুমার ঘোষ, জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী, সহ-সভাপতি মনিরুজ্জামান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.