নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজশাহী মহানগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে নগরীর রেলগেট থেকে রানীবাজার পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল কর্মসূচিতে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারুর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহানগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রাজপথ প্রকম্পিত হয় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত দেড় দশকে দেশে যে গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে, তার মূল দায়ভার শেখ হাসিনার। তারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এ সময় মিছিলে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















