রাজশাহীতে শেখ রাসেল দিবসে ২০ জন আদিবাসী কিশোরীকে বাই সাইকেল দিলো জনতা ব্যাংক


প্রেস বিজ্ঞপ্তি: শেখ রাসেল দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রাজশাহীতে ২০জন আদিবাসী কিশোরী ছাত্রীকে বাই-সাইকেল উপহার প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেলে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ছাত্রীদের হাতে বাই-সাইকেল তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আজ জাতীয়ভাবে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে জনতা ব্যাংক আদিবাসী কিশোরী ছাত্রীদের বাই-সাইকেল প্রদান করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সাইকেলটি তাদের অনেক উপকারে লাগবে।
মেয়র আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের সর্বত্র এখন উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীকেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর কাজ শুরু হয়ে এখন শেষ পর্যায়ে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।
অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক অজিত কুমার পাল, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন ও সচিব মোঃ মশিউর রহমান। এ সময় জনতা ব্যাংক রাজশাহীর জিএম তাপস কুমার মজুমদার, সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামারুজ্জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুনসহ জনতা ব্যাংকের শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.