রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ৪৩ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পবা উপজেলা আর ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে চারঘাট উপজেলা ও ৩৩ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেছে বাঘা উপজেলা।
রবিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মতি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ রমজান আলী, টুর্নামেন্টের সদস্য সচিব ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামস্জ্জুামান রতন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দৌড়, হাইজাম্প, জ্যাবলিং, লংজাম্প, ডিসকাস, ট্রিপল জাম্প, শটপুট প্রায় ৩শজন প্রতিযোগী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান, আলী আফতাব তপনসহ চারঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক, গোদাগাড়ীর সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, পুঠিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টুলু, মোহনপুরের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দুর্গাপুরের সাধারণ সম্পাদক মোঃ আরিফ রুবেল ও ইউএনওগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.