BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

রাজশাহীতে শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার কয়েকটি উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ পাঠ্যবই এবং নবম শ্রেণীর আংশিক বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা সংশ্লিষ্ট স্কুলগুলোতে সরবরাহ করা হবে।

বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠ্যবই হাতে পেয়েছিল। ফলে পাঠদান কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছানোর প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি নাÑএ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর বই সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিজিবি কর্তৃক রাজশাহীতে গাঁজাসহ আটক-১ রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানা লাগবে – তথ্য ও সম্প্রচার সচিব নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব সৈয়দ আলী আদমদীঘিতে শিক্ষার্থিদের রেডক্রিসেন্টের শীতবস্ত্র সংংগ্রহ বগুড়া-৩ আসনে জামায়াতের ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ বগুড়া-৩ আসনে জাতীয় পাটি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাজশাহীর -৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন রাজশাহীর পদ্মারচরে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ আরএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার-৩ জামালপুরে মামলা প্রত্যাহার ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন