নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার কয়েকটি উপজেলার উপজেলা শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ পাঠ্যবই এবং নবম শ্রেণীর আংশিক বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা সংশ্লিষ্ট স্কুলগুলোতে সরবরাহ করা হবে।
বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা সম্পূর্ণ পাঠ্যবই হাতে পেয়েছিল। ফলে পাঠদান কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছানোর প্রত্যাশা করছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি নাÑএ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর বই সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















