রাজশাহীতে র‌্যাবের অভিযানে ভেজাল গুড় জব্দসহ চার জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরী করা জন্য ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জামসহ ৪ জন ভেজাল গুড় প্রস্ততকারকগনকে ২ (দুই লক্ষ ) টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প গোপন তথ্যের উপর ভিত্তি করে সোমাবর (১৬ জানুয়ারি) রাজশাহী জেলার বাঘা থানার আটঘরি মনিগ্রাম গ্রামস্থ এলাকায় ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল গুড় ও গুড় তৈরী করার সরঞ্জামসহ এদের ২(দুই লক্ষ) টাকা জরিমানা করে।
ভেজাল গুড় প্রস্তুত কারকগন হলে যথাক্রমে আটঘরি মনিগ্রাম গ্রামের মৃত খেজের উদ্দীন প্রামানিক এর ছেলে মোঃ এনামুল হক (৩৫) , মোঃ রেজাউল করিম (৩২) ও মোঃ কুদ্দুস আলী( ৪০)।
এছাড়াও মৃত ছোবাহান প্রামানিকের ছেলে মোঃ রকছেদ আলী(৪৫)। সুত্র জানায় ভেজালগুড় প্রস্তুতকারীরা লোক চোক্ষুর আড়ালে নিজ বসত বাড়ীতে ধীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরী করে আসছিলো। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৫ রাজশাহী ঘটনাস্থালে হানা দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.