রাজশাহীতে র‌্যাবের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫ রাজশাহী ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‌্যাব-৫ রাজশাহী জানায় গোপন তথ্যের, উপর ভিত্তি করে র‌্যাব-৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল শুক্রবার (৯ মে) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ আদর্শগ্রামে হানা দিয়ে আলীগঞ্জ আদর্শগ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে মোঃ পলাশ আলী (৩৩) ও একুই গ্রামের মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন (৩২) কে আটক করে।
আটকের সময় তাদের নিকট থেকে ৬০ গ্রাম হেরোইন, বাইক ,মোবাইল ও সীম জব্দ করেছে।
আটকৃতদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যব-৫ প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.