রাজশাহীতে রেলওয়ে ভূমি দখলমুক্ত অভিযান ও উচ্ছেদ শুরু

বিটিসি নিউজ প্রতিবেদকআজ মঙ্গলবার সকালে রাজশাহীতে নগরীর চারখুটা এলাকা থেকে রেললাইনের দু’পাশে রেলওয়ে  ভূমি দখলমুক্ত অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এসময় অন্তত দুই শতাধিক বসতবাড়ি ও দোকান গুঁড়িয়ে দেয়া হয়।

রেলওয়ে পুলিশ বিটিসি নিউজকে জানান, রেলওয়ের গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডাবল লাইন স্থাপনসহ ভূমি দখলমুক্ত করতে এ অভিযান শুরু করা হয়েছে।

উচ্ছেদ চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তাছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেলের জমি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.