রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে স্থানীয় দুস্থ শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নিঘাত পারভীন, জেলা ও সিটি ইউনিটের কর্মকর্তা বাকী বিল্লাহ, জেলা ইউনিটের সহ-সভাপতি তপন কুমার সেন, সদস্য নকিবুল ইসলাম নবাব, আতিয়ার রহমান মনা, সাইদুর রহমান শান্তি, মনোয়ার হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.