রাজশাহীতে (রাবি) রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে রেললাইনের উপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা।

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.