রাজশাহীতে রাজপাড়া থানার প্রজন্ম দলের দোয়া মাহফিল ও কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক: মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজপাড়া থানার প্রজন্ম দলের আয়োজনে দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর রাজপাড়া থানার টুলটুলি পাড়ার মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য মনসুর আলম সপন।
রাজশাহী মহানগর প্রজন্ম দলের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন মিনালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক মিলন শেখ, রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব মো. আশরাফ, সিনিয়র সহ-সভাপতি আল-আলামিন, রাজশাহী মহানগর প্রজন্ম দলের সভাপতি তুহিন দিপুসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
এই অনুষ্ঠানে প্রজন্ম দলের নেতারা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগর প্রজন্ম দল সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে উচিত শিক্ষা দেওয়া হবে। তারা আরও দাবি করেন, “জুলাই বিপ্লবে যারা মাঠে ছিলো, তাদের আগামী বিএনপি কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হোক।”
পরিচালনায় ছিলেন রাজপাড়া থানা প্রজন্ম দলের সভাপতি ইমন চৌধুরী এবং জাহিদ হাসান রাকিব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.