রাজশাহীতে রক্তদাতা দিবস পালন

 

নিজস্ব প্রতিবেদকরাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় রক্তদাতা দিবস পালন করেছ স্পর্শ স্বেচ্ছায় রক্তদান সংস্থা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ ফটকের সামনে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সংস্থাটি। কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

স্পর্শ স্বেচ্ছায় রক্তদান সংস্থা রাজশাহীর সহ-সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাখায়াৎ হোসেন শুভর পরিচালনায় শোভাযাত্রাং অংশ নেন- রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ইনচার্জ থ্যালাসেমিয়া প্রতিরোধ প্রচারণা বাংলাদেশ রাজশাহী আহবায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, স্পর্শ স্বেচ্ছায় রক্তদান সংস্থা চাঁপাইনবাবগঞ্জ সভাপতি রজব রাজু, ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফুয়াদ হোসেন, সভাপতি সাখাওয়াত হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মেডিকেল টেকনোলজিস্ট আমিনুল ইসলাম প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.