BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিজব্দ

রাজশাহীতে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিজব্দ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সীমান্তবর্তী পদ্মার চরে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজশাহী ব্যাটালিয়নের তিনটি বিশেষ টহল দল কাটাখালী সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় দুআটি বিদেশী পিস্তল, গলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোনো সন্দেহভাজন আটক হয়নি।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কাটাখালী থানাধীন পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে অস্ত্র উদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে রবিবার বিকাল ৩টা বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহারিয়ার জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত নয়টি উপজেলা ও একটি সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি সংসদীয় আসনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, কেএ-৯ (কে-৯) সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট এবং সীমান্তবর্তী ১৬টি বিওপিতে অতিরিক্ত স্ট্রাইকিং রিজার্ভসহ মোট সাত শতাধিক বিজিবি সদস্য মোতায়েনের প্রস্তুতি রয়েছে।

বিজিবি কর্মকর্তা আরও জানান, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। এ জন্য গত ৭ জানুয়ারি সংশ্লিষ্ট এলাকায় রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়নের আওতাধীন তিনটি সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রæয়ারি ২০২৬-এর মধ্যে সব নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। অন্যান্য উপজেলাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

মোতায়েনের পর নয়টি উপজেলা ও একটি সিটি করপোরেশন এলাকায় ৩০টি ফোকাল পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা আইনের আওতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু Xiaomi Unveils REDMI Note 15 Series in Bangladesh with Three New Smartphones চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ জলঢাকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প পাকাকরণ রাস্তার কাজের তদারকি করছেন প্রকৌশলী তারিকুজ্জামান শহীদ জিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত আলেম-ওলামারা হচ্ছেন সমাজের নেতা : মিলন রাজশাহীতে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ