রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে দুইজন মোটরসাইকেল-আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
নিহতারা হলেন- সাদিকুল ইসলাম (৩৫) তানোর থানাধীন চান্দুরা এলাকার সাবের আলীর ছেলে এবং একই এলাকার মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)।
আহত ব্যক্তি নাম রায়হান (৩৫) চান্দুরা এলাকার লুৎফর রহমানের ছেলে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে
গোদাগাড়ী রেলগেট কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী কে চাপাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে সাদিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং রাজ্জাক আলীকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া রায়হান নামের অপর এক আরোহীর অবস্থা গুরুতর। তিনি রামেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ওসি আরও বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাস হস্তান্তর করা হবে। এছাড়া গাড়িটি এবং তার চালককে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.